Header Ads

পুলিশ সঞ্চালক প্রধান কুলধর শইকিয়ার চাকরী জীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ



নয়া ঠাহর প্রতিবেদন। পুলিশ সঞ্চালক প্রধান কুলধর শইকীয়া শনিবার আনুষ্ঠানিকভাবে চাকরী থেকে অবসর গ্রহণ করলেন ।কাহিলিপারার চতুর্থ এপিবিএন কার্যালয়ে এক  গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় পেরেড অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত, মহানগর পুলিশ অযুক্ত দীপক কুমারের সাথে পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ  আধিকারীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে শইকীয়া বলেন যে নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন যে ভবিষ্যতে তিনি  সামাজিক কাজের সাথে জড়িত  থাকবেন। লোকের  সাথে একত্রে তিনি সামাজিক কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ।তার চাকরী জীবনে সম্পূর্ণ অভিজ্ঞতা একটি বইয়ের আকারে প্রকাশ করার কথা বলেন ।উল্লেখ্য যে গত ১৯৯৫ সনে আইপিএস শইকিয়া গত বছর ২৫   এপ্রিল তারিখে পুলিশ সঞ্চালক হিসাবে নিযুক্তি লাভ করেছিলেন। তারপরেই ভাস্কর জ্যোতি মহন্ত কে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।১৯৯৫  সালে ভারতীয় পুলিশের চাকরিতে যোগ দেবার আগে তিনি নতুন দিল্লীর  ভারতীয় অর্থনৈতিক বিভাগে উচ্চ  অধিকারী হিসেবে কাজ করেছিলেন ।তিনি একজন জনপ্রিয়  সাহিত্যিক ।সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত  করেছিলেন তিনি।রাষ্ট্রপতির পুলিশের পদও দুবার করে  তিনি লাভ করেছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.