Header Ads

ভাইফোঁটায় দিদিকে স্যানিটারি ন্যাপকিন উপহার ভাইয়ের

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর, কলকাতা : ভাইফোঁটাই উপহার স্যানিটারি ন্যাপকিন। এমনই এক অভিনব উপহারের কথা জানা গেছে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া থেকে। সৈকত পাত্র যিনি তার পাড়াতুতো দিদি জয়িতা কুন্ডুকে স্যানিটারি ন্যাপকিন উপহার দিয়েছেন। 
সৈকতের স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা আছে। আর জয়িতা কুন্ডু কুতি পরিবেশ রক্ষায় আন্দোলন করছেন। গত ১১ জুন সৈকতের মা মারা যান। শ্রাদ্ধের দিন জয়িতা তাকে ছাতিম গাছের চারা উপহার দিয়েছিলেন। তারই পাল্টা উপহার হিসেবে স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন সৈকত। 
স্যানিটারি ন্যাপকিনের মতো স্পর্শকাতর উপহার গ্রামীন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এই সমাজে ঋতুস্রাব নিয়ে লজ্জা, পাপবোধ এমন কি ঘৃণার ব্যাপার জড়িয়ে থাকে। অথচ অস্বাস্থ্যকর ন্যাপকিন ব্যবহারের ফলে গরিব মহিলারা নানা রোগে আক্রান্ত হন। এক্ষেত্রে সরকার ও সমাজের ভূমিকা খুব একটা উল্লেখযোগ্য নয়। গ্রামীণ সমাজে সচেতনতা বৃদ্ধি করা না হলে মহিলারদের দুর্দশা বাড়তেই থাকবে। সৈকত আর জয়িতা আমাদের সমাজের আদর্শ। তারাই এক নবযুগের সূচনা করতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.