Header Ads

সেলফি তুলতে গিয়ে লুইতের বুকে নিখোঁজ মালিগাঁয়ের মেধাবী কিশোর



দেবযানী পাটিকর,গুয়াহাটিঃ
সেলফি তুলতে গিয়ে লুইতের বুকে সন্ধানহীন হল আরো একজন মেধাবী ছাত্র সুমন সরকার।মালিগাঁয়ে বাসিন্দা সুমন  শনিবার সন্ধ্যার একটু আগেই ব্রহ্মপুত্রের কিনারে পাঁচ বন্ধুদের সাথে ফটো তুলতে গিয়েছিল । আর সেখানেই সেলফি তুলতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলতে বলতে অসাবধানতা বশত পা পিছলে জলে পড়ে যায়। এই ঘটনার ফলে সুমনের বন্ধুরাও হতবাক হয়ে পড়ে। তবে তারা সময় নস্ট না করে আজরা থানাতে গিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আজরা পুলিশও এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় তাল্লাশি অভিযান। কিন্তু রাতের অন্ধকারে অভিযান চালানো সম্ভব হয়না ।

 রবিবার সকালে এসডিআরএফ বাহিনীর ফের তল্লাশি অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত সুমনের কোনও খোঁজ খবর পাওয়া যায়নি সুমনের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.