Header Ads

ভারতের নতুন মানচিত্র ব্যবহার করতে হবে, সাংবাদ মাধ্যমগুলিকে নির্দেশ কেন্দ্রের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

কাশ্মীর এবং লাদাখ পৃথক দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি হওয়ার পর ভারতের নতুন মানচিত্র প্রকাশ করেছিল মোদী সরকার। সেই মানচিত্র সব সাংবাদ মাধ্যমকে ব্যবহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর নতুন দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি হয়েছে দেশে। জম্মু ও কাশ্মীরকে ভেঙে তৈরি হয়েছে কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল। এই সিদ্ধান্ত ঘোষণার সময় অমিত শাহ বলেছিলেন, এতোদিন প্রতপক্ষে কাশ্মীর ভারতের অংশ হল। ভারতের এই সিদ্ধান্তের পর পাকিস্তান তীব্র বিরোধিতা শুরু করে। সেই বিরোধিতা এখনও চলছে।

কাশ্মীর ও লাদাখকে দুটি নতুন কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর নতুন করে ভারতের মানচিত্র প্রকাশ করে মোদী সরকার। যেখানে কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। ৩১ অক্টোবর মোদী সরকারের পক্ষ থেকে নতুন মান চিত্রটি প্রকাশ করা হয়। তাতে দেখানো হয়েছে লাদাখের দুটি রাজ্য কারগিল এবং লেহ। বাকিটা জম্মু ও কাশ্মীরের কেন্দ্র শাসিত অঞ্চল। কাশ্মীরের ১৪টি জেলাকে ২৮টি জেলায় ভাগ করা হয়েছে। ১৯৪৭ সালের মানচিত্রে কাশ্মীরে ১৪টি জেলা ছিল। কাশ্মীরে কারগিল জেলাটিকে লাদাখের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভারতের নতুম মানচিত্র ব্যবহার না করা নিয়ে একাধিক অভিযোগ আসতে শুরু করেছিল। একাধিক কেবল চ্যানেল অনুমোদন ছাড়াই চলছে এমনও অভিযোগ আসতে শুরু করে। তারপরেই তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা সব বেসরকারি সংবাদ মাধ্যমকে ভারতের নতুন মানচিত্র ব্যবহার করতে হবে। একই সঙ্গে অনুমোদনহীন কেবল চ্যানেলগুলিকে নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.