Header Ads

নগরের পাণ্ডুতে মহা ধুমধামে সম্পন্ন জগদ্ধাত্রী পুজো



নয়া ঠাহর, গুয়াহাটিঃ তিনি জগতের ধারিণী শক্তি, তিনি জগদ্ধাত্রী। প্রথা অনুসারে নিয়ম মেনে পান্ডুর বড় বাজারের স্থায়ী দুর্গামন্দিরে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন হয়। বুধবার সারাদিন ধরে চলে পুজো । সপ্তমী, অষ্টমী, নবমী পূজা একই দিনে হয়ে যায়। ভক্তদের জন্য আয়োজন করা হয় প্রসাদ ও ভোগের।  জগদ্ধাত্রী পূজা উপলক্ষে দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয়েছে ।
উল্লেখ্য যে পৌরাণিক কথা অনুসারে অসুরের সাথে দেবীর যুদ্ধের সময় নানা রূপ ধরে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল করীন্দ্রাসুর নামের এক অসুর । সেই অসুর যখন হাতির রূপ ধরে দেবী তখন ধারণ করলেন চতুর্ভূজা নারীর রূপ। চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির শুড। দেবী জগদ্ধাত্রীর সাথে মহিষাসুর নেই। কার্তিক,গণেশ,লক্ষী ,সরস্বতীও নেই।জয়া- বিজয়া আছে।দুর্গাপূজার মতোই রীতি মেনে সপ্তমী,অষ্টমী,নবমী পুজো  একই দিনে অনুষ্ঠিত হয়।দেবীর বাহন সিংহ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.