Header Ads

হারের ভয়েই জয়প্রকাশের ওপর হামলা ! তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

হেরে যাওয়ার ভয়েই হামলা চালিয়েছে তৃণমূল। জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। একইসঙ্গে তাঁর অভিযোগ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। সূত্রের খবর অনুযায়ী,মানুষকে ভয় দেখানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, করিমপুরে এবার বড় লড়াই। সঙ্গে তৃণমূলের অস্তিত্বেরও লড়াই। এই ভোটে তৃণমূল হারবে। সেই ভয়েই হামলা। সকাল থেকে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে হয়রানির অভিযোগও করেছেন তিনি। 


পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের পাশের জঙ্গলে জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। প্রসঙ্গ উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, এবার ওখানে তৃণমূল হারবে। প্রশাসনের পরিস্থিতি দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। তাঁর প্রশ্ন কোথায় সংবিধান, কোথায় গণতন্ত্র ! এই ভোটের পরেই পশ্চিমবঙ্গ সরকারের আসল রূপ সামনে চলে আসবে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে এই ঘটনার জেরে কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে যান বিজেপি নেতা মুকুল রায়। সেখানে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের গ্রেফতারের দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.