Header Ads

গণতন্ত্র বিপন্ন, উন্নয়ন শুধু ভাইপোর, জয়প্রকাশ হেনস্থা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ সোমেনের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

এবার উপনির্বাচনের ফলাফল কি হবে বলা মুশকিল তবে এবারের ফল মানুষের ফলাফল নয়, পেশীশক্তির ফলাফল। এখন দেখতে হবে পেশীশক্তির ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি। তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কী হতে পারে সেই প্রসঙ্গে সোমবার একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।


এদিন বারাসাতে দলীয় সভা ছিল। তার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জয়প্রকাশ মজুমদারকে যেভাবে করিমপুরে মারধর করা হয়েছে তার তীব্র নিন্দা করেন। বলেন, এই রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার নেই এবং তাকে এভাবেই তাকে পদদলিত করা হচ্ছে । যে দল বিপুল জয় নিয়ে ক্ষমতায় এসেই হলদিয়া পুরনির্বাচনে রিগিং করে তাদের মানুষের ওপর আস্থা কখনই ছিল না।
কেন্দ্রীয় এন আর সি নীতির সাম্প্রদায়িক দৃষ্টিকোণের বিরোধিতা করে তিনি বলেন, ভারতের সংবিধানে নেই যে একটি সম্প্রদায়কে বাদ দিয়ে দেওয়া যায়। এটা হয় নাকি?
রাজ্যের উন্নয়নের প্রসঙ্গ তুলতেই মুখ্যমন্ত্রীর পরিবারের উন্নয়নের কথা টেনে এনে সোমেন মিত্র বলেন, 'রাজ্যের উন্নয়ন হয়নি, হয়েছে মুখ্যমন্ত্রীর ভাইপোর উন্নয়ন।' তৃণমূল আমলে সিন্ডিকেটরাজের রমরমাকেও এদিন তোপ দাগেন সোমেন মিত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.