Header Ads

ঝাড়খণ্ডে ভোট প্রচারে উন্নয়নের ফিরিস্তি দিলেন অমিত শাহ

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 21 নভেম্বর
কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও জাতীয়তাবাদের ফিরিস্তি মহারাষ্ট্র ও হরিয়ানাতে ভোট প্রচারে শুনিয়ে বিজেপি মন যোগাতে পারেনি আম ভোটারের । হরিয়ানাতে ভোটের পর জোট বেঁধে সরকার গড়তে হয়েছে । আর মহারাষ্ট্রে বিজেপির সরকার গড়া আপাতত বিশ বাঁও জলে । তাই হয়তো বৃহস্পতিবার ঝাড়খণ্ডে প্রচারে এসে কাশ্মীর প্রসঙ্গ তুললেনই না অমিত শাহ। বরং উল্টে শোনালেন উন্নয়নের কথা, শরণ নিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ।


মহারাষ্ট্র ও হরিয়ানাতে স্থানীয় ইস্যুকে পাত্তাই দেননি বিজেপি  নেতারা । প্রচারে তুলে এনেছিলেন কাশ্মীর ৩৭০ ধারা  বাতিল ও জাতীয়তাবাদের প্রসঙ্গ । কিন্তু অবস্থা এমনই দাঁড়িয়েছে যে মহারাষ্ট্রে বিজেপির বিরোধী আসনে বসা প্রায় পাকা। হরিয়ানাতেও  সরকার গড়তে হয়েছে রাজ্য ভিত্তিক দলের সঙ্গে জোট বেঁধে ।

তাই হয়তো অমিত শাহ ঝাড়খণ্ডে ভোট প্রচারে এসে কাশ্মীর প্রসঙ্গ তুললেনই না। উল্টে তুলে ধরলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের সাফল্যের কথা । নকশাল সমস্যা দূর করার কৃতিত্ব দিলেন রঘুবর দাসকে ।

ঝাড়খণ্ডে বিজেপির বড় সমস্যা আদিবাসীদের সমস্যায় ততটা গুরুত্ব না দেওয়া । আদিবাসীদের সমস্যা ততটা গুরুত্ব দিয়ে রঘুবর দাস দেখননি বলে অভিযোগ । মুখ্যমন্ত্রী রঘুবর দাস উল্টে আনতে চেয়েছিলেন , ছোটানাগপুর টেনান্সি অ্যাক্ট। এতে আদিবাসীদের একটা বিরাট অংশ কিছুটা হলেও ক্ষুব্ধ । এটা আঁচ করেই বিজেপির আদিবাসী মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী   অর্জুন মুন্ডাকে প্রচারের প্রথম সারিতে তুলে আনতে পারে বিজেপি ।

আদিবাসীদের দিকে নজর রেখে তাই হয়তো অমিত শাহ ভোট প্রচার শুরু করলেন বিরষা মুণ্ডার  জেলা লাতেহার থেকে । এর পেছনেও রয়েছে বিজেপির আদিবাসীদের মন পাওয়ার চেষ্টা । অমিত শাহ ভোট প্রচারে বৃহস্পতিবার বললেন, ঝাড়খণ্ড তৈরি করেছিলেন অটলজি আর তাকে সমৃদ্ধ ও সজ্জিত করেছেন নরেন্দ্র মোদী । কংগ্রেসকেও একহাত নিয়ে কংগ্রেস আমলের উন্নয়নের ফিরিস্তি দেওয়ার দাবি করেন তিনি ।

ঝাড়খণ্ডে অবশ্য মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে তেমন কোন দুর্নীতির অভিযোগ নেই।  তাই রঘুবর দাসের ওপরই অনেকটা নির্ভরশীল বিজেপি । ঝাড়খণ্ড নির্বাচনের ফলাফল আগামীতে অনেকটাই প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতে ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.