সরকারকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দেশের নাগরিকত্ব খোয়ালেন তেলেঙ্গানার টিআরএস বিধায়ক রমেশ চেন্নামানেনি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সরকারকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে দেশের নাগরিকত্ব খোয়ালেন তেলেঙ্গানার টিআরএস বিধায়ক রমেশ চেন্নামানেনি। বুধবার স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের তরফে ১৩ পাতার একটি রিপোৰ্ট দাখিল করে বলা হয়েছে - রমেশ আর এ দেশের নাগরিক নন। দাবি করা হয়েছে, অতীতে ভারত সরকারকে নাগরিকত্ব বিষয়ে ভুয়ো তথ্য দিয়েছেন তিনি।
ছবি, সৌঃ ইন্টারনেট
স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের একটি বিবৃতিতে আরও জানানো হয়েছে- ‘রমেশ চেন্নামানেনির ভারতীয় নাগরিকত্ব থাকাটা জনহিতকর নয়।’ কেন্দ্রের অভিযোগ, রমেশ জার্মান নাগরিক। ভারতীয় নাগরিকত্বের জন্যে আবেদন করার আগে এক বছরের বিদেশ সফর করেছিলেন তিনি। অথচ আবেদনপত্রে বিষয়টি সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন রমেশ। এই নিয়মবিরুদ্ধ কাজের জন্যেই নাগরিকত্ব খোয়াতে হচ্ছে তাঁকে।









কোন মন্তব্য নেই