শিবসেনা - এনসিপি ও কংগ্রেসের জোট সরকার কি নিশ্চিত মহারাষ্ট্রে?
ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 21 নভেম্বর
অন্ততপক্ষে শিবসেনা সূত্র ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বয়ান থেকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা মহারাষ্ট্রে আগামী সোমবারের ভেতরে মোটামুটি নিশ্চিত শিবসেনা - এনসিপি ও কংগ্রেসের জোট সরকার গড়া।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, শনিবার তাঁরা সব বিধায়কদের সমর্থন সম্বলিত চিঠি পেশ করবেন রাজ্যপালের কাছে । মুম্বইয়ে এরপর বৈঠক করবে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস । তারপর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার বৈঠক করে ক্ষমতা বিভাজন চূড়ান্ত করবেন ।
সূত্রের খবর , কংগ্রেস চাইছে শিবসেনা কড়া হিন্দুত্ববাদী লাইন ছাড়ুক। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠক হয় । সেখানেও মহারাষ্ট্রের ভোট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সোনিয়াকে বিবেচনার আর্জি জানানো হয় । কংগ্রেসের একটি অংশের ধারণা মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়লে আঁচড় লাগতে পারে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিতে । শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়ায় তীব্র আপত্তি রয়েছে কেরলের কংগ্রেস নেতাদের । মহারাষ্ট্র নিয়ে সংসদের বাইরে প্রশ্ন করলে সোনিয়া গান্ধী কোন মন্তব্য করেননি ।
অন্ততপক্ষে শিবসেনা সূত্র ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বয়ান থেকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা মহারাষ্ট্রে আগামী সোমবারের ভেতরে মোটামুটি নিশ্চিত শিবসেনা - এনসিপি ও কংগ্রেসের জোট সরকার গড়া।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, শনিবার তাঁরা সব বিধায়কদের সমর্থন সম্বলিত চিঠি পেশ করবেন রাজ্যপালের কাছে । মুম্বইয়ে এরপর বৈঠক করবে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস । তারপর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার বৈঠক করে ক্ষমতা বিভাজন চূড়ান্ত করবেন ।
সূত্রের খবর , কংগ্রেস চাইছে শিবসেনা কড়া হিন্দুত্ববাদী লাইন ছাড়ুক। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠক হয় । সেখানেও মহারাষ্ট্রের ভোট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতি নিয়ে সোনিয়াকে বিবেচনার আর্জি জানানো হয় । কংগ্রেসের একটি অংশের ধারণা মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়লে আঁচড় লাগতে পারে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তিতে । শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়ায় তীব্র আপত্তি রয়েছে কেরলের কংগ্রেস নেতাদের । মহারাষ্ট্র নিয়ে সংসদের বাইরে প্রশ্ন করলে সোনিয়া গান্ধী কোন মন্তব্য করেননি ।









কোন মন্তব্য নেই