বাঙালি অসমিয়ার মধ্যে সম্প্রীতিতে চিড় ধরিয়েছেন নীলমণি সেন ডেকা, হোজাই থানায় এজাহার দাখিল প্রাক্তন মন্ত্রী সাধন রঞ্জন সরকারের পুত্র সঞ্জিতের
নয়া ঠাহর প্রতিবেদনঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু মুসলিম লীগ দলের মধ্যে বিভাজন ঘটিয়ে গোপীনাথ বড়দোলইকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে অসমকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছিলেন সেকথা কংগ্রেস দলের প্রাক্তন মন্ত্রী নীলমনি সেন ডেকা জানেন না ? অসমিয়া ভাষা সংস্কৃতিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অন্তৰ্ভুক্ত উপাচার্য আশুতোষ মুখপাধ্যায় অসমের ভাষাকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি জানিয়েছিলেন, তারপর লেখক নীলমনী সেন ডেকা বলেন বাঙালিরা অত্যাচারী জাতি, অসমিয়া ভাষা সংস্কৃতিকে ধ্বংস করেছে।
প্রাক্তন মন্ত্রীর চূড়ান্ত মিথ্যাচার এর তীব্র প্রতিবাদ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন রঞ্জন সরকারের পুত্র সঞ্জিত সরকার হোজাই পুলিশ থানায় অভিযোগ দাখিল করেছেন । হোজাই থেকে সাংবাদিক সঞ্জিত সরকার অভিযোগ করেন অসমিয়া বাঙালিদের মধ্যে সদ্ভাব সম্প্রীতিতে আঘাত হেনেছেন প্রাক্তন মন্ত্রী। এদিকে নীলমণি বলেছেন, ইতিহাসের পাতা থেকে তিনি একথা বলেছেন মনগড়া নয়।








কোন মন্তব্য নেই