লামডিঙে হত্যাকারীকে গ্ৰেপ্তারের দাবীতে প্ৰতিবাদ
স্বপন দাস লামডিং।
লামডিঙ থানার সম্নুখে শ্বহীদ বেদীতে প্ৰতিবাদ অৰ্ধশতাধিক মহিলার।।১৭ অক্টোবরে হাওরাঘাটের এক কিশোরী কে হত্যা করা হয়েছিল ।লামডিং অফিচার কলনি নিবাসী সাধন চক্রবর্তী এবং পত্নী মৌচুমী চক্রবর্তীকে অভিযুক্ত করে দাখিল করা হয়েছিল এজাহার ।।
এক মাস পার হয়ে যাওয়ার পরেও অভিযুক্তকে গ্ৰেপ্তার করতে পারেনি লামডিংপুলিশ। পুলিশের বিরুদ্ধে লামডিংএর মহিলা সমিতি প্রমিলা প্রদিবাদ সাব্যস্ত করে। প্রায় পন্চাশ জন মহিলা এই প্রতিবাদ সভায় অংশনেনl








কোন মন্তব্য নেই