Header Ads

মুসলিম ল বোৰ্ড মানছে না অযোধ্যা মামলার রায়,এক মাসের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করবে বোৰ্ড

নয়া ঠাহরওয়েব ডেস্কঃ

অযোধ্যা মামলার রায় নিয়ে সন্তুষ্ট নয় সর্বভারতীয় মুসলিম ল বোর্ড। রবিবার বোৰ্ড এনিয়ে একটি বৈঠক করে। বৈঠকের পর মুসলিম নেতারা স্পষ্ট জানিয়ে দেন- অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে মন্দির হবে আর মসজিদের জন্য পৃথক ৫ একর জায়গা দেওয়ার যে রায় দেওয়া হয়েছে, তা তাঁরা মানতে পারছেন না। তাই এক মাসের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করা হবে । বৈঠকের পর জামিয়াত উলেমা হিন্দের নেতা মৌলানা আরশাদ মাদানি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা জানি যে পিটিশন দাখিল করলেই তা খারিজ করে দেওয়া হবে। কিন্তু তাও আমরা পিটিশন করব। এটা আমাদের অধিকার।”

ছবি, সৌঃ ইন্টারনেট
গত ৮ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রায় ঘোষণার পর মামলার অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড স্পষ্ট করে জানিয়েছিল, তারা রিভিউ পিটিশনের পথে হাঁটবে না। অযোধ্যা ইস্যুকে ‘ক্লোজড চ্যাপটার’ বলে উল্লেখ করেছিলেন ওয়াকফ বোর্ডের নেতারা। কিন্তু এদিন মুসলিম ল বোর্ড জানিয়েছে, এমন অনেকে আছেন যাঁরা হয়তো মামলার অংশীদার ছিলেন না কিন্তু তাঁরা নানান ভাবে সাহায্য করেছেন। তাঁরা চাইছেন রিভিউ পিটিশন দাখিল করা হোক। জামিয়াত উলেমা হিন্দ তাদের মধ্যে অন্যতম।

রামমন্দির-বাবরি মসজিদ মামলার অন্যতম পার্টি ছিল ছিল সুন্নি ওয়াকফ বোর্ড। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল, তাতে তিন ভাগে ভাগ করা হয়েছিল বিতর্কিত ২.৭৭ একর জমিকে। রামলালা, নির্মোহী আখড়ার সঙ্গে এক ভাগ দেওয়া হয়েছিল সুন্নি ওয়াকফ বোর্ডকেও। কিন্তু সুপ্রিম কোর্ট এদিনের রায়ে বিতর্কিত ওই জমিকে ট্রাস্টের মাধ্যমে হিন্দুদেরই দেওয়ার কথা ঘোষণা করেছে। একই সঙ্গে দেশের শীর্ষ আদালত বলেছে, অযোধ্যাতেই অন্যত্র ৫ একর জমি মুসলমান সম্প্রদায়কে দিতে হবে মসজিদ নির্মাণের জন্য। কিন্তু মুসলিম ল বোর্ড তা মানছে না। রিভিউ পিটশন করে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.