Header Ads

শুরু হল কলকাতা আন্তৰ্জাতিক চলচ্চিত্ৰ উৎসব

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শুক্ৰবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল কলকাতা আন্তৰ্জাতিক চলচ্চিত্ৰ উৎসব। ২৫ বছরে পা দিল কলকাতা চলচ্চিত্ৰ উৎসব। শাহরুখ খান, মহেশ ভট্ট, রাখি গুলজার থেকে শুরু করে টলিউডের নুসরত জাহান, মিমি চক্রবর্তী, পাওলি দাম, দেব, অঙ্কুশ-সোহম, যিশু সেনগুপ্ত, পরমব্ৰত চট্টোপাধ্যায়, রাজ চক্ৰবৰ্তী, সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন সকলেই। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যিশু সেনগুপ্ত এবং পরমব্ৰত চট্টোপাধ্যায়ের ওপর। 


এ বছর চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি জার্মানি। দেখানো হবে সে দেশের বিখ্যাত পরিচালকদের ক্লাসিক সব সিনেমা। প্ৰিয় তারকা শাহরুখকে দেখার জন্য এদিন স্টেডিয়ামে হাজার হাজার দৰ্শকের ভিড় জমায়েত হয়। আলোয় সেজে উঠেছিল স্টেডিয়াম চত্ত্বর। নাচে গানে জমজমাটি হয়ে উঠেছিল স্টেডিয়ামের পরিবেশ। এ বছর চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা চলচ্চিত্ৰ উৎসব চলবে ১৪ নভেম্বর পৰ্যন্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.