Header Ads

ভারতবর্ষের আদালতসমূহ, অতীত থেকে বর্তমান" বইটি উন্মোচন করলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, রঞ্জন গোগোই



দেবযানী পাটিকর,গুয়াহাটি।

আইনের ছাত্র ছাত্রীদের এই বইটি অনেক সাহায্য করবে ,তাদের এই বইটি পড়তে লাগবে :রঞ্জন গোগোই। 

বহু প্রত্যাশিত অযোধ্যা মামলার রায়দানের ঠিক একদিন পরেই রবিবার গুয়াহাটিতে উপস্থিত হলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গোগই।নগরের মাছখোয়ার আইটিএর প্রকল্পের প্রেক্ষাগৃহে একটি গ্রন্থ উন্মোচন সভাতে অংশগ্রহণ করতে তিনি অসমে আসেন।প্রধান বিচারপতি উচ্চতম ন্যায়ালয় দ্বারা প্রকাশিত "কোর্টস অফ ইন্ডিয়া, পাস্ট টু প্রেজেন্ট "এর অসমীয়া অনুবাদ "ভারতবর্ষের আদালতসমূহ অতীত থেকে বর্তমান "বইটি উন্মোচন করেন। বইটির অসমীয়া অনুবাদ করেছেন প্রধান সম্পাদক সুরেশ শর্মার সাথে  আরও সাতজন সহ-সম্পাদক। অনুবাদ করা বইটি প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রী ৩৫ লাখ টাকা সাহায্য প্রদান করেছেন বলে জানা গেছে। বইটি উন্মোচন করে প্রধান বিচারপতি রঞ্জন গোগই বলেন যে "বইটি আমার কার্যকালের শেষ সার্বজনীক অনুষ্ঠান আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ।" উল্লেখ্য যে বইটি আর অন্য ভাষায় অনুবাদ করা হয়েছে এ প্রসঙ্গে রঞ্জন গোগোই আরো বলেন যে আইনের ছাত্র-ছাত্রীদের এই বইটি পড়তে অনেক সাহায্য করবে এবং তাদের এই বইটি পড়তে লাগবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে  সমস্ত আইনজীবীরা বিভিন্ন ঐতিহাসিক রায় দান করে আমাদের দেশের আইন ব্যবস্থাকে আরও অধিক শক্তিশালী করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই বইটি  সর্বোত্তম। এদিনের অনুষ্ঠানে  উচ্চতম ন্যায়ালয়ের আগন্তুক প্রধান বিচারপতি হিসেবে মনোনীত শারদ অরবিন্দ ববডে ছাড়াও গুহাটি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি অজয় লাম্বা সহিত অনেক আইনজীবী ও  অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওদিকে এদিন বড়ঝাড় স্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান বিচারপতি রঞ্জন গোগই কে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অনেক মন্ত্রী অধিকারীরা। শনিবার অযোধ্যা মামলার রায় দানেরপর কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতির নিরাপত্তা ব্যবস্থাকে জেড প্লাসে উন্নত করে।আগামী ১৭ নভেম্বর রঞ্জন গোগই দেশের মুখ্য ন্যায়ধীশের পদ থেকে অবসর গ্রহণ করবেন।অবসরের পর তিনি গুয়াহাটিতেই বসবাস করার পরিকল্পনা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.