Header Ads

বিশ্ব নবীর জন্মদিনে শান্তির মহা মিছিল শহরে

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : শান্তির মহা-মিছিলে প্রায় সাত- আট হাজার মুসলিম সম্প্রদায় মানুষের সমাবেশে দেখতে পাওয়া গেছে হাইলাকান্দি শহরে। জৌলুসে মহম্মদী (ছ:) ও বিশ্বশান্তি কামনায় এই 'মহামিছিল'। বিশ্বনবীর জন্মদিনেরই কার্যক্রমে এই সমাবেশ ছিল।

No comments

Powered by Blogger.