Header Ads

মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করলেন মন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা


দেবযানী পাটিকর,গুয়াহাটি
 জালুকবারি বিধানসভা সমষ্টির বিধায়ক তথা বিত্ত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। রবিবার মালিগাঁয়ের বরিপাড়ার তরুণ সংঘের ময়দানে ।এক গাম্ভীর্যপূর্ন অনুষ্ঠানে ১,৫৭২ জন  ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ননী গোপাল মহন্ত গৌরাঙ্গ শর্মা,  ও নিউজ লাইভের পরিচালন সঞ্চালক রিনিকী ভূঁঞা শর্মা।উল্লেখ্য যে।বিগত ১৯ বছর ধরে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি  ও সংবর্ধনা প্রদান করে আসছেন। 

                                          

এদিনের অনুষ্ঠানে ছাত্র ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন যে ,'এখন প্রতিযোগিতার সময়, প্রতিযোগিতার অন্য কোন বিকল্প নেই।" তিনি আরও বলেন যে বর্তমানে শিক্ষার পরিকাঠামোর অনেক পরিবর্তন হয়েছে। এক নতুন দিগন্তের সূচনা হয়েছেম । তিনি আরও বলেন যে বর্তমান সমাজে ড্রাগস ও বিভিন্ন মাদকের।দ্রাব্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তিনি এ বিষয়ে ছাত্র- ছাত্রীদের থেকে সতর্ক থাকার উপদেশ দেন ।তবে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত এই সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা খুবই উৎসাহিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.