Header Ads

শীর্ষ আদালতে বড় ধাক্কা বিজেপির, বুধবারই আস্থাভোট মহারাষ্ট্রে

ননী গোপাল ঘোষ -- 26 নভেম্বর
শীর্ষ আদালতে মহারাষ্ট্র নিয়ে বড় ধাক্কা খেল বিজেপি । বিরোধীদের দাবি মেনে মহারাষ্ট্রে বুধবার আস্থাভোট করানোর নির্দেশ দিল শীর্ষ আদালত ।

আস্থাভোটের জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিকে প্রোটেম স্পিকার নিয়োগের কথা মঙ্গলবার জানিয়ে দেন শীর্ষ আদালতের বিচারপতিরা । শুধু তাই নয়, শীর্ষ আদালতের  নির্দেশ , আস্থাভোট করাতে হবে ওপেন ব্যালটে । গোপন ব্যালটে তা করানো যাবে না। শীর্ষ আদালতের আরো নির্দেশ , গোটা ভোট পর্বটি বিধানসভার অধিবেশন থেকে সরাসরি সম্প্রচার করতে হবে দূরদর্শনে ।
 
শীর্ষ আদালতের বিচারপতিরা এদিন রায় ঘোষণা করতে গিয়ে বলেন , আস্থাভোটে দেরি মানেই ঘোড়া কেনাবেচার সুযোগ করে দেওয়া । আদালত তা হতে দিতে পারে না। গণতান্ত্রিক মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা শীর্ষ আদালতের মহান কর্তব্য । তাই ২৪ ঘন্টার মধ্যে আস্থাভোট করাতে হবে ।


রাজনৈতিক মহলের মতে , সোমবার মুম্বইয়ের হোটেলে শক্তি প্রদর্শন করে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারেরা আসলে শীর্ষ আদালতকেই বার্তা দিতে চেয়েছিলেন যে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে  ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.