Header Ads

গুয়াহাটিতে শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অনিৰ্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

নয়া ঠাহর, গুয়াহাটিঃ গুয়াহাটিতে শান্তি এবং স্বাভাবিক পরিবেশ  বজায় রাখতে মঙ্গলবার অনিৰ্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ জারির নিৰ্দেশ দিয়েছেন এপিএস ডেপুটি কমিশনার অব পুলিশ রঞ্জন ভুইঞা। একটি প্ৰেস বিবৃতিতে বলা হয়েছে- অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি গুয়াহাটির অফিস এবং জনসমাগম এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্ৰে ব্যঘাত ঘটাতে পারে।
ছবি, সৌঃ জিপ্লাস

 ইস্ট পুলিশ ডিসট্ৰিক্ট মহানগরের দিসপুর, ভাঙাগড়, বশিষ্ট, হাতিগাওঁ, সোনাপুর এবং ক্ষেত্ৰী এলাকায় নজর রেখে চলেছে।
এক জায়গায় পাঁচ জনের বেশি লোকজন জমায়েত হলে, সভা সমিতি কিংবা মিছিল বের করায় নিষেধ রয়েছে প্ৰশাসনের। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য প্ৰশাসন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.