Header Ads

উবের চালকের সততা


 নয়া  ঠাহর প্রতিবেদনঃ
বর্তমান অবক্ষয়ি সমাজ ব্যবস্থা , নীতিবোধ, মূল্যবোধ, সততা এক বস্তাপচা শব্দে পরিণত হয়েছে। কেবল বিলাস বৈভব, আর আকাশ সমান লোভের বশবর্তী হয়ে মানুষ শুধুই নিচে নামছে, এর ব্যতিক্রম অবশ্যই আছে, দারিদ্র্যের কাছেও নীতিবোধ, সততা বির্সজন দেয়নি।  এরকমই একজন ক্যাব-এর গরিব চালক সুরজিৎ দাস। বাংলা পোর্টাল নয়া ঠাহর-এর সম্পাদক অমল গুপ্ত  গত ২২ নভেম্বর জরুরি কারণে বিহারের জামালপুর রেলওয়ে   শহরে যাবার সময় উবের এর ০১৪৩ গাড়িতে মোবাইল ফোন ভুল করে   রেখে ট্রেনে উঠে চলে যান।
 ২৭ নভেম্বর গুয়াহাটি ফেরার পর উবের এর সৎ চালক সুরজিৎ দাস  ফোন টি  ফিরিয়ে দেন। উবের কর্তৃপক্ষ  এবং চালকের সততার জন্যে সম্পাদক মোবাইলটি ফিরে পান। এদিন আরও এক উবের চালক আক্রম এক মহিলা যাত্রীর মানি ব্যাগ ফিরিয়ে দিয়েছেন বলে জানা  গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.