কাছাড়ে নাগা বিদ্রোহী সংগঠনের অস্থায়ী ক্যাম্প গুড়িয়ে দিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী
বিপ্লব দেব, হাফলংঃ কাছাড় জেলার জিরিঘাট থানার অন্তর্গত রামগাইজং এলাকায় শনিবার ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী এক অভিযান চালিয়ে নাগা বিদ্রোহী সংগঠন এনএসসিএন (আর) রিফোরমেশন এবং জালিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের একটি অস্থায়ী ক্যাম্প গুড়িয়ে দেয়। গোপন সুত্রের খবরের ভিত্তিতে জিরিঘাট স্থিত ৩৭ নম্বর আসাম রাইফেলস ও লক্ষীপুর পুলিশের যৌথ বাহিনী শনিবার ভোর রাতে রামগাইজং এলাকার গভীর জঙ্গলে এক অভিযান চালিয়ে নাগা বিদ্রোহী সংগঠনের অস্থায়ী ক্যাম গুড়িয়ে দেওয়ার পাশাপাশি দুই জঙ্গিকে গ্রেফতার করে।
এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী ওই অস্থায়ী ক্যাম্প থেকে একটি একে ৫৬ রাইফেল সহ প্রচুর পরিমানে গুলি গ্যাস চূলা সিলিন্ডার বাসন পত্র কাপড় জুতো চেয়ার চাল খাদ্য সামগ্রী সহ আপত্তি জনক নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়। আসাম রাইফেলস সুত্রে জানা গিয়েছে এই অভিযানে গ্রেফতার হওয়া দুই জঙ্গি হচ্ছে এনএসসিএন (আর) জঙ্গি সংগঠনের সয়ম্ভু ল্যাফ্টন্যান্ট পাওগংলং ওরফে লাকি ২৮ বাড়ি মনিপুরের তামিংলং জেলায়। অপর জঙ্গি হচ্ছে কাছাড় জেলার বাসিন্দা জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের সয়ম্ভু ক্যাপ্টেন সাগু রংমাই (৪০)। বর্তমানে দুই জঙ্গিকে পুলিশ ও সেনাবাহিনী জিরিঘাট থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই