Header Ads

সাংবাদিকরা জাতির বিবেক বললেন ঋষিকেশ গোস্বামী, সাংবাদিকদের সুখে- দুঃখে পাশে থাকি, বললেন হবিবুর রহমান চৌধুরী



অমল গুপ্ত,গুয়াহাটি

মুখ্যমন্ত্রীর   মিডিয়া   উপদেস্টা  ঋষিকেশ গোস্বামী   বরাক উপত্যকার সংবাদ  মাধ্যমের  প্রতিনিধিদের  জাতীয়  প্রেস দিবসের  শুভেচ্ছা  জ্ঞাপন করে বলেন, সংবাদ মাধ্যম জাতির বিবেক , কণ্ঠহীন দের  সরব কণ্ঠ   হিসাবে    নিরলসভাবে কাজ করে যায়।  তরবারির   চে য়েও কলম শক্তিশালী, মানুষের কল্যাণে   কাজ  করে। মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনওয়াল   প্রথম বার জাতীয় প্রে স দিবস শিলচরে  অনুষ্ঠিত    হওয়ায়  সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের  ভূমিকার  প্রশংসা করেন এক শুভেচ্ছা পত্রে। নব বার্তা প্রসঙ্গের  কর্ণধার  তথা সম্পাদক হবিবুর রহমান  চৌধুরী   পুরস্কার গ্রহণ করে বলেন, সাংবাদিকদের  সুখে দুঃখে    তিনি  পাশে থাকেন। চৌকিদার  থেকে সম্পাদক   সব কাজই  তিনি  করেন, বরাকের  সাংবাদিক দের  নানা অভাব অভিযোগ  তুলে ধরে   তা সমাধানের জন্যে সরকারের কাছে আর্জি জানান। দেশের  বিশিষ্ট    সাংবাদিক  কে জি   সুরেশ   সংবাদ মাধ্যমের ভূমিকা র কথা   উল্লেখ করে বলেন,  সাংবাদিক রা কোনও পক্ষের হয় না, জনগণের পক্ষে  হয়।



আজ বিশিষ্ট সাংবাদিক  অতীন দাস,  শান্তনু ঘোষ, অশোক ভট্টাচার্য,  সন্তোষ   মজুমদার,    দেব দাস    পুরকায়স্থ ও   হাবিবুর রহমান  চৌধরী কে   জাতীয়  প্রেস দিবসে পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও নিল্যৎপল চৌধুরী, স্বদেশ বিশ্বাস,এবং   পরেশ দত্ত এই তিন বিশিষ্ট সাংবাদিক কেও   পুরস্কৃত করা হয় । জনসংযোগ বিভাগের ডিরেক্টর  অনুপম চৌধুরী ও কাছাড় জেলার ডেপুটি  কমিশনার  লয়া মাদ্দুরি   বাবস্থাপনায়   অনুষ্ঠিত এই  দিবসে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্য, ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী  কবিন্দ্র পুরকায়স্থ,   সাংসদ রাজদীপ  রায়,  বিধায়ক দিলীপ  পাল   প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.