Header Ads

জাতীয় প্রেস দিবসে সংবর্ধিত হলেন ডিমা হাসাও জেলার সাংবাদিকরাঃ

              
  নয়াঠাহর প্রতিবেদন হাফলংঃ সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে ডিমাহাসাও জেলার সদর শহর হাফলঙে জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের উদ্যোগে শনিবার পালন করা হয় জাতীয় প্রেস দিবস। জাতীয় প্রেস দিবস উপলক্ষে শনিবার জেলা তথ্য জনসংযোগ বিভাগের পক্ষ থেকে ডিমাহাসাও জেলার সাংবাদিকদের বিপুল সংবর্ধনা জানানো হয়। জাতীয় প্রেস দিবসের এই  অনুষ্ঠানে জেলা জনসংযোগ বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা তথ্য জনসংযোগ বিভাগের অতিরিক্ত সঞ্চালক শেখর ইংতি,জেলা তথ্য জনসংযোগ আধিকারিক পুরবী ফংলো ও জেলার মহকুমা সদর মাইবাংঙের জনসংযোগ আধিকারিক পূর্নিমা হাকমুকসা। 


অনুষ্ঠানের শুরুতেই প্রথমে  উপস্থিত জেলার সকল সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় জনসংযোগ বিভাগের পক্ষ থেকে। তারপর জাতীয় প্রেস দিবস উপলক্ষে রিপোর্টিং ইন্টারপ্রিটেশণ এ জার্নি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।    আলোচনা সভার  জনসংযোগ আধিকারিক পুরবী ফংলো বলেন সংবাদ পরিবেশন করতে হলে সেই সংবাদের সত্যতা কি এবং এই সংবাদে সমাজে কি প্রভাব ফেলতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই সংবাদ পরিবেশন করাই হচ্ছে সাংবাদিকতা। তথ্য জনসংযোগ বিভাগের অতিরিক্ত সঞ্চালক শেখর ইংতি জাতীয় প্রেস দিবস উপলক্ষে প্রথমে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন একজন সাংবাদিক কে সমাজে অতি সম্মানীয় হিসেবে গন্য করা হয় আর সেই সংবাদকর্মী তার সংবাদ পরিবেশনের মাধ্যমে রাজনৈতিক থেকে ধরে সমাজের বাজে পরিবেশকে সচ্ছতায় নিয়ে আসতে পারে তবে সেই সংবাদ কর্মীর সংবাদ পরিবেশন হতে হবে সঠিক তথ্যপূর্ণ ও ব্যাখাযুক্ত। তিনি বলেন সঠিক ও তথ্য ছাড়া সংবাদ পরিবেশন করলে একজন সাংবাদিকের উপর প্রশাসন সহ রাজনৈতিক দিক থেকে নানা ভাবে চাপ আসতে শুরু করে আর এই অবস্থায় এই সাংবাদিক আইনের জালে জড়িয়ে পড়তে পারেন। তাই তিনি  সকল সংবাদ কর্মীদের তথ্য সহকারে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সভায় হাফলং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব  দেব বলেন এক জন সাংবাদিকের উচিত সম্পূর্ণ তথ্য নিয়ে নির্ভূল সংবাদ পরিবেশন করা কারন একটি ভুল সংবাদ পরিবেশনে সমাজে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। আর এর উদাহরণ অনেক রয়েছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা করে বলেন  কিছু না জেনেই মোবাইলে প্রত্যহ কিছু-না কিছু সংবাদ করে বসেন অনেকেই যার কোনো সঠিক তথ্য নেই। আর কিছু সাংবাদিক এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাংবাদের সত্যতা যাচাই না করেই সংবাদ পরিবেশন করে সমস্যায় জড়িয়ে পরেন। তাই এ ব্যাপারে  তিনি এই ধরনের কাজে যুক্ত থাকা সংবাদ কর্মীকে সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়ে বলেন এই ভাবে চলতে থাকলে আগামী দিনে সাংবাদিকতার অর্থ কিছুই থাকবেনা। শনিবার হাফলঙে জাতীয় প্রেস দিবসে যে সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয় তারা হলেন সুখেন ফংলো,সুর্য থাউসেন,পঙ্কজ কুমার দেব,বিপ্লব দেব,এল কে হেংনা,নির্মল সিং,সামসুল আলম বড়ভূঁইয়া,সদীপ হাসামসা,রিজুনন নুনিসা, পঙ্কজ তিমুং,গৌরব সোনার প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.