হাইলাকান্দির ডিটিওকে নোটিশ উচ্চ আদালতের
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : হাইলাকান্দি পরিবহন কার্যালয় দুর্নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রী পাবলিক গ্রিভেন্স সেলে অভিযোগ জানিয়েও কোন সুরাহা না হওয়ায় গৌহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হলো হাইলাকান্দি জেলা অটো মালিক সংস্থা। জেলা পরিবহন কার্যালয়ে একের পর এক দুর্নীতির অভিযোগে অবশেষে বাধ্য হয়ে গৌহাটি উচ্চ আদালতে মামলা করল হাইলাকান্দি জেলা অটো মালিক সংস্থা। জেলা অটো মালিক সংস্থার অভিযোগ নতুন অটো গাড়ির পারমিট এর ক্ষেত্রে অতিরিক্ত ৩০০ টাকা আদায় করে যান মালিকদের সাথে প্রতারণা করছে হাইলাকান্দি জেলা পরিবহন কার্যালয়।
এমর্মে সংস্থা প্রধানমন্ত্রীর পাবলিক গ্রিভেন্স সেলে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পায়নি। যান মালিকদের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা অটো মালিক সংস্থা জানায় যে, আসাম গেজেট নোটিফিকেশন ২০১৩ যাহা ২৬ এপ্রিল ২০১৩ তারিখে প্রকাশিত হয়, সেই মতে, যদি কোন যান মালিক তিন বছরের জন্য একসঙ্গে গাড়ির ট্যাক্স জমা দেন, তাহলে তিনি তিন বছরের জন্য গাড়িটির পারমিট বিনামূল্যে পাবেন। কিন্তু হাইলাকান্দির ডিটিও অফিসে অন্যায় ভাবে পারমিটের নামে ৩০০ টাকা করে ফিজ আদায় করা হচ্ছে।
হাইলাকান্দি ডিটিও অফিসের কিছু কর্মী ও আধিকারিক মিলে মোটা অংকের অর্থ আদায়ের লিম্পায় এসব বেআইনি কাজ করে যাচ্ছেন। গৌহাটি উচ্চ আদালতে বিচারের আশায় অটো মালিক পক্ষের হয়ে রেজামত হোসেন চৌধুরী এবং অন্যান্যরা WP(C) 8230/2019 নাম্বারের মামলা দায়ের করেছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী ফজলে এলাহি চৌধুরী জানিয়েছেন, বিচারপতি সুমন শ্যামের আদালতে গত ১১ নভেম্বর এই মামলার শুনানি হয়। আদালত ৪ সপ্তাহ সময় দিয়ে হাইলাকান্দি জেলা পরিবহন অধিকারীক সহ মামলার অন্যান্য বিবাদী হাইলাকান্দির জেলাধিপতি, রাজ্যিক পরিবহন বিভাগের আয়ুক্ত ও রাজ্য সরকারকে উপযুক্ত জবাব চেয়ে নোটিশ ইস্যু করে। এক বিবৃতিতে সংস্থার পক্ষের আইনজীবী ফজলে এলাহি চৌধুরী এ খবর জানিয়েছেন।
কোন মন্তব্য নেই