Header Ads

রাফাল নিয়ে রাহুলের ক্ষমা চাওয়া উচিত, সেই দাবিতে আগামিকাল দেশজুড়ে বিজেপির বিক্ষোভ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  রাফাল নিয়ে শীৰ্ষ আদালতের রায়ে জয় হয়েছে মোদী সরকারের। একই সঙ্গে এই রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পুরো বিপক্ষে গেছে। 
ছবি, সৌঃ ইন্টারনেট
রায় প্রকাশের পরে বৃহস্পতিবারই বিজেপির নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কদর্য ভাবে আক্রমণ করার জন্য ক্ষমা চাইতে হবে কংগ্ৰেস নেতা রাহুল গান্ধীকে।

রাফাল প্রসঙ্গে সুপ্রিম কোর্টকে ভুল ভাবে উদ্ধৃত করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করেছে সর্বোচ্চ আদালত। ভোটের আগে মিথ্যা বলা এবং প্রধানমন্ত্রী মোদীকে বিঁধে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে দেশজুড়ে স্লোগান তুলেছিল কংগ্রেস। তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীই এই স্লোগান তোলেন। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে নরেন্দ্র মোদীকে বেকসুর ঘোষণা করার পরেই রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি করছে বিজেপি।

দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে শুক্রবার এই দাবিতে বিক্ষোভ করে বিজেপি, শনিবার একই দাবিতে তারা দেশজুড়ে বিক্ষোভ দেখাবে। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারির বক্তব্য- ‘‘প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য কংগ্রেস ও তাদের দলীয় নেতারা রাফাল নিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে তাদের মিথ্যা প্রকাশ হয়ে গেছে। ’’ তিনি মনে করেন, কংগ্রেসের নেতাদের, বিশেষ করে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.