রজত জয়ন্তীতে আল আমিনে নজরকাড়া প্রদর্শনী
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : এক কথায় দুর্দান্ত ! রজত জয়ন্তীতে অসাধারণ এক্সিবিশন উপহার দিল বদরপুর আল আমিন আকাডেমির ছাত্ররা। আর সেটা উপভোগ করলেন প্রায় হাজার কুড়ি দর্শক।
কারো কথায় কুড়ি হাজার, কারও ধারনা পঁচিশ। সংখ্যা যাই হোক মোটের উপর বৃহস্পতিবার বিকেল থেকে জাতীয় সড়ক, যেখানে জুবিলি তোরন তৈরি হয়েছে সেখান থেকে আকাডেমির মূল গেট পর্যন্ত শুধু কালো মাথা আর মাথা। অবিভাবকরা তো এসেছেনই এ ছাড়া আশপাশের এলাকা থেকেও এসেছেন প্রচুর দর্শক। বিজ্ঞান পরিবেশ হস্তশিল্প সমাজ বিজ্ঞান পিঠে পুলি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রদর্শনী ছিল।
এমনিতেই শিশু দিবস উপলক্ষে প্রতিবছর এ ধরনের প্রদর্শনীর রেওয়াজ আছে এই স্কুলে। এবার রজত জয়ন্তী বলে আরও ব্যাপক ভাবে করা হয়েছে। এবার বিভিন্ন বিষয়ে একশো কুড়িটিরও বেশি বিষয় প্রদর্শীত হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন দিল্লির রেডিয়্যান্স ম্যাগাজিনের সম্পাদক ইজাজ আহমদ ইসলাম এবং আকাডেমি পরিচালন কমিটির নুরুল ইসলাম মাঝারভুইয়া ও দেওরাইল টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা ওয়ারিস আলি। পরিবেশ দূষণ পরিবেশ রক্ষা আগামী দিনের আল আমিন আকাডেমি কেমন হবে তার মডেল ড্যাম ইত্যাদির হরেক মডেল তৈরি করে ছাত্ররা। এবার যত দর্শক এই প্রদর্শনী উপভোগ করেছেন তাতে উৎসাহী ছাত্ররা আগামী দিনে আরও আকর্ষনীয় প্রদর্শনীর আয়োজন করতে উৎসাহ পাবে এতে কোন সন্দেহ নেই।
কোন মন্তব্য নেই