Header Ads

কেশব স্মারক সংস্কৃতি সুরভি সংস্থা কটিগড়ার অসহায় নয়টি দুস্থ পরিবারকে টিন প্রদান

যীশু নাথ, কাটিগড়া : শিলচরের কেশব স্মারক সংস্কৃতি সুরভি সংস্থার পরিচালনায় কাটিগড়া বারুনী মাঠের কেশব বস্তির অসহায় ৯টি পরিবারকে টিন প্রদান করলেন দিগরখালের বাসিন্দা সমাজ সেবক উত্তম কুমার নাথ। শনিবার সকাল ১১:৩০টায় এউপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বারুনী মাঠে নিজস্ব তহবিল থেকে দুস্থ ৯টি পরিবারের আশু দাস, নিশু দাস, সত্যেন দাস, অমর দাস, মাখন দাস, বাতাসী রানী দাস, গোপী রানী দাস, সঞ্জু দাস এবং অঞ্জন দাস প্রত্যেকের হাতে ১২টি করে টিন তুলে দেন উত্তম কুমার নাথ।
উল্লেখ্য, বরাক নদীর রাক্ষুসে আগ্রাসনে বাস্তুহারা হয়ে যাযাবর জীবনযাপন করা ইন্দো-বাংলা সীমান্তবর্তী হরিটিকর দ্বিতীয় খণ্ডের অসহায় ৯ টি পরিবারের ঠাঁই হয়েছিল সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। গত সেপ্টেম্বর মাসে সর্বস্বান্ত ঐ ৯ টি পরিবারের হাতে পুনর্বাসনকল্পে জমির অনুমোদনপত্র সহ জমি সমঝে দিয়েছিলেন কাটিগড়ার বিধায়ক অমরচাঁদ জৈন। নিতান্ত গরীব অসহায় এদের থাকার জন্য কোনো প্রকারে কুঁড়ে ঘর তৈরি করে তারা নিজেরাই। কিন্তু বৃষ্টি পড়লে ঘরে জল পড়ে। কারণ তাদের ঘরের টিন ছিল না। কারো কারো টিন ছিল তো সেটাও ফুটো। স্থানীয় দীপক মহন্তের কাছে এসব শুনে আর নিজেকে দূরে রাখতে পারেন নি দিগরখালের জনদরদী সমাজ সেবক উত্তম কুমার নাথ। উঁনারই ব্যক্তিগত তহবিল থেকে এদের সবাইকে টিন বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.