Header Ads

রাম মন্দির নির্মাণে হিন্দুদের সাহায্যে এগিয়ে আসা উচিত মুসলিমদের : মুঘল সম্রাটের বংশধর হাবিবুদ্দিন

ছবি-সৌজন্য ইন্টারনেট ।
নয়া ঠাহর প্রতিবেদন : শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর ইয়াকুব হাসিবুদ্দিন টুসি অযোধ্যা মামলা নিয়ে শীর্ষ আদালতের রায়ের পর বলেছেন, "মন্দির নির্মাণের জন্য হিন্দুদের সাহায্য করতে এগিয়ে আসা উচিত মুসলিমদের। এর মাধ্যমে বিশ্বের সামনে ভারতের ভ্রাতৃত্ব ও ধর্ম নিরপেক্ষতার নিদর্শন রাখা হবে।" হাসিবুদ্দিন টুসি আরো বলেছেন, মন্দির নির্মাণের প্রথম সোনার ইটটি তিনি তুলে  দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।
হায়দরাবাদ নিবাসী হাসিবুদ্দিন নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্মের বলে দাবি করেন। অযোধ্যা মামলা নিয়ে শীর্ষ আদালতের রায় প্রকাশের আগেও তিনি বলেছিলেন, তাঁর হাতে বিতর্কিত জমি তুলে দেওয়া হলে, তিনি তা রাম মন্দিরের জন্য তুলে দেবেন। এমনকি তিনি অযোধ্যার রাম জন্মভূমি -বাবরি মসজিদ মামলায় তাঁকে অন্তর্ভুক্ত করার আবেদনও করেছিলেন গত ৮ ফেব্রুয়ারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.