Header Ads

বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ডিমা হাসাও জেলায় এক ব্যক্তির মৃত্যু

                  
    বিপ্লব দেব, হাফলংঃ বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার দরুন মাহুর থানার অন্তর্গত আসালু গ্রামের কাছে বিপদজনক অবস্থায় ঝুলে থাকা তারের সংস্পর্শে আসার দরুন ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক ব্যাক্তির। মৃত ব্যক্তি হচ্ছেন মাহুর থানার অন্তর্গত পি লেইকুল গ্রামের বাসিন্দা থাংগিন লোনকিম (৫০)। একটি অন্তিষ্টিক্রীয়ায় যোগ দিয়ে থাংগিন লোনকিম আজ সকাল ৯ টা নাগাদ পায়ে হেঁটে মাহুর আসার পথে আসালু গ্রামের কাছে ঝুলে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসার দরুন ঘটনাস্থলেই মৃত্যু হয় থাংগিন লোনকিমের। 


মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেখানে ধস নেমে আসার দরুন বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। ফলত দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার বিপজ্জনক ভাবে ঝুলে পড়ে আছে। কিন্তু বিদ্যুৎ পর্ষদ এনিয়ে কোনও পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ। আজ বিদ্যুৎ বিভাগের চরম উদাসীনতার দরুনই এক তরতাজা প্রান অকালে ঝড়ে গেল। জানা গেছে থাংগিন লোনকিম পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। কুকি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের এধরনের উদাসীনতায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে এই ঘটনার উপযুক্ত তদন্ত করে বিদ্যুৎ বিভাগের দোষী কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়ে মৃতের পরিবারকে বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে  ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। কুকি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে। এদিকে মৃত থাংগিন লোনকিমের মৃতদেহ হাফলং সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.