Header Ads

শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গঠনে এনসিপিকে সবুজ সঙ্কেত কংগ্রেসের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

শুক্রবারের বৈঠকেই চূড়ান্ত হবে মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপির নেতৃত্বে সরকার গঠনের সিদ্ধান্ত। শুক্রবার মুম্বইয়ের আগামিকাল চূড়ান্ত বৈঠকে বসছে শিবসেনা, এনসিপি। তার আগে দফায় দফায় এই নিয়ে বৈঠক সেরেছে কংগ্রেস-এনসিপি। কংগ্রেস নেতা পৃথ্বিরাজ চবন জানিয়েছেন শিবসেনাকে সমর্থনের বিষয়ে একমত হয়েছে কংগ্রেস এবং এনসিপি।


কংগ্রেসের এই বক্তব্যই মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের সরকার গঠনের প্রক্রিয়া অনেকটাই এগিয়ে দিল। বুধবার এই নিয়ে কংগ্রেস এবং শিবসেনার মধ্যে ম্যারাথন বৈঠক হয়েছে। দিল্লিতে দফায় দফায় সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন শরদ পাওয়ার। এদিকে আবার লোকসভায় শিবসেনাকে সরকার গঠনের সমর্থনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সোনিয়া গান্ধী এবং শরদ পাওয়ারকে অনুরোধ জানিয়েছেন সেনা সাংসদ।
এদিকে সরকার গঠনের ইতিবাচক ইঙ্গিত মেলার সঙ্গে সঙ্গে বিজেিপর নজর থেকে দলের বিধায়কদের বাঁচাতে আগামিকালই তাঁদের রাজস্থানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। মুম্বইয়ে থাকবেন শুধু উদ্ধব এবং আদিত্য ঠাকরে। কয়েকদিন আগে একই ভাবে মহারাষ্ট্র থেকে দলের বিধায়কদের রাজস্থানে সরিয়ে এনেছিল কংগ্রেস।
এদিকে দলের সাংসদদের ঘোড়া কেনাবেচা থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে উদ্ধব ঠাকরেরা। আগামিকাল বৈঠকের পরেই শিবসেনা বিধায়কদের রাজস্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরই মধ্যে আবার ঘোড়া কেনাবেচা নিয়ে হুঁশিয়ারি দিয়ে বসলেন শিবসেনা বিধায়ক আবদুল সত্তার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা শিবসেনা বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে তাদের মেরে মাথা ফাটিয়ে দেবেন।
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সিল্লোদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আবদুল সত্তার। তিনি দাবি করেছেন, গণতান্ত্রিক দেশে বিধায়ক কেনা বেচা বৈধ উপায় নয়। সরাসরি বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন বিজেপি কোনওভােবই শিবসেনা বিধায়কদের কিনতে পারবে না। কোনও রকম চেষ্টা করলে তার মাথা মেরে ফাটিয়ে দেওয়া হবে। তারপরে হাসপাতালে তাঁর চিকিৎসার বিশেষ ব্যবস্থা করা হবে।
মনে করা হচ্ছে শুক্রবার শিবসেনা এবং এনসিপি সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গত ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোট হয়েছে তারপর থেকে এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি কোনও রাজনৈতিক দল। বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়লেও সরকার গঠন নিয়ে প্রবল মতানৈক্য তৈরি হয়েছিল শরিক শিবসেনার সঙ্গে। তার পরেই এনসিপির সমর্থন নিয়ে সরকার গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবসেনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.