Header Ads

ছট পূজায় ব্যাপক সাড়া বদরপুরে

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : ছট পূজায় রেল শহর বদরপুরে ব্যাপক সাড়া। এই উপলক্ষে বদরপুর বিভিন্ন ঘাটে রবিবার সকালে সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় ভক্তদের আগমন। বদরপুরে বরাকের প্রতিটি ঘাটে ভক্তের ঢল দেখা গেছে। ছট পূজা মূলত সূর্য আরাধনার উৎসব । পারিবারিক সুখ-সমৃদ্ধি ,মনোবাঞ্ছা পূর্ণ, পুত্র প্রাপ্তি ও সম্পত্তির জন্য ছট পূজার ব্রত পালন করা হয়ে থাকে। মূলত হিন্দিভাষী মানুষেরা এই উৎসব পালন করলেও অহিন্দিভাষীরা অনেকেই এই উৎসব নিষ্ঠার সাথে পালন করে থাকেন। তাই হিন্দিভাষী উৎসবের সমস্ত ব্যারিকেড ভেঙ্গে এখন এই ছট উৎসব সর্বজনীন উৎসবের পর্যায়ে পৌঁছে গেছে বলে অনেকে মনে করেন।
প্রতি বছরই বদরপুরে বিভিন্ন ঘাট যেমন বদরপুর দশমী ঘাট, রেলওয়ে কলোনি ঢেপার পার ঘাটে সূর্য উপাসনার জন্য ভক্তদের ভীড় দেখা গেছে। প্রতিটি  ঘাটে ছিল ভক্তদের উপচে পরা ভীড়। বদরপুরের  সব ঘাটেই সকাল থেকেই মানুষের ভিড় দেখা গেছে। সকাল থেকেই সমস্ত ঘাট গুলিকে সুন্দর করে রঙিন কাগজ, ফুল দিয়ে সাজানো হয়েছে। দুপুরের পর থেকেই পূজার উপকরণ নিয়ে  ধীরে -ধীরে ঘাটে পৌছতে শুরু করেন ব্রতধারী ও সঙ্গের লোকেরা। বিভিন্ন সমিতির দ্বারা পূজার আয়োজন করা হয়েছে।শনিবার সন্ধ্যার পর পর্যন্ত ঘাটে ভক্তদের ভিড় ছিল  এই উৎসব উপলক্ষে স্বেচ্ছাসেবী ছাড়াও বদরপুর পুলিশ ছিল সতর্ক। ঘাটে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং অস্থায়ী স্নানাগার বানানো হয়েছে। সাথে  স্বচ্ছতার উপর বিশেষ দৃষ্টি রাখা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.