Header Ads

১৯ লাখ বা ৪০ লাখ বাদ পড়াটা বিষয় নয়, এনআরসি ভবিষ্যতের ভিত্তিঃ মন্তব্য প্ৰধান বিচারপতির


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অসমের নাগরিকপঞ্জি ‘বৰ্তমানের নথি নয়, ভবিষ্যতের ভিত্তি।’এনআরসি নিয়ে মন্তব্য করলেন সুপ্ৰিম কোৰ্টের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ। অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে নানা উদ্বেগ, আশঙ্কা তো রয়েছেই। যাদের নাম এনআরসি তালিকায় আসে নি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখার সম্ভাবনার গুঞ্জনও রয়েছে।  
 ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্ৰধান বিচারপতি আরও বলেন- ‘নাগরিকপঞ্জির সুদূর প্ৰসারী প্ৰভাব থাকবে। এনআরসি তালিকা প্ৰকাশের আগে অসমে অবৈধ বিদেশীর সংখ্যা ছিল কল্পনা মাত্ৰ। ১৯ লাখ বা ৪০ লাখ বাদ পড়াটা বিষয় নয়।’ এদিন তিনি এনআরসি-র মাধ্যমে অসমে বিদেশী সমস্যা সমাধান হবে বলেও মন্তব্য করেন। পাশাপাশি দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার জন্য এক শ্ৰেণির সংবাদ মাধ্যমকে তোপ দেগেছেন তিনি।

রবিবার ‘পোস্ট কলোনিয়াল অসম (১৯৪৭-২০১৯) নামে একটি বই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.