Header Ads

অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পালকে বিশ্ব মিত্র পুরষ্কার

নয়া ঠাহর প্রতিবেদন : সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড রিলিজিওন গ্রুপের "বিশ্ব মিত্র পুরষ্কার ২০১৯" প্রদান করেছে অসম প্রদেশ কংগ্রেস দলের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পালকে। গত ১৫ নভেম্বর নয়াদিল্লির মুক্তাধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এক সভায় এই পুরষ্কার চিত্তরঞ্জন পালের হয়ে তাঁর ছেলে ময়ূর পাল গ্রহণ করেছেন৷ মোট পনেরোজন পুরষ্কার প্রাপক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁরা হলেন ক্রমে অনিরুদ্ধ চৌধুরি, অসীম দাস, বঙ্গীয় পরিষদ, গুরুগ্রাম, বিভাস চন্দ্র মাইতি, চামেলি দেবনাথ, চিত্তরঞ্জন পাল, প্রোফেসর ডঃ মঞ্জু সরকার, দীপঙ্কর রায়চৌধুরি, রতিন দাস, রীতা চ্যাটার্জি, শান্তনু মুখার্জি, শিবাজি সরকার, শুভ্রাংশু চক্রবর্তী ও সুমনা ব্যানার্জি ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.