Header Ads

কর্ণাটকের বরখাস্ত বিধায়করা বিজেপিতে যোগ দেবেন বৃহস্পতিবার

নয়া ঠাহর ওয়েব ডেস্ক --
কর্নাটকে বিদ্রোহী ১৭ জন বিধায়ককে  কর্ণাটক বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বরখাস্ত করেছিলেন । বুধবার শীর্ষ আদালত প্রাক্তন অধ্যক্ষের সিদ্ধান্তই বহাল রাখল। প্রাক্তন অধ্যক্ষ ২০২৩ সাল অবধি তাঁদের নির্বাচনে না লড়ারও নিদান দিয়েছিলেন । শীর্ষ আদালত অবশ্য সেই নিদান তুলে নিয়েছে ।

এবারে এই বরখাস্ত বিধায়করা বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বত্থনারায়ণ সি এন।

তবে বিদ্রোহী এই বিধায়কদের  আগামী ৫ ডিসেম্বর কর্ণাটকের ১৫ টি বিধানসভায় নির্বাচন হতে যাওয়া আসনে বিজেপি লড়ার টিকিট  দেবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অশ্বত্থনারায়ণ ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.