মুখ্যমন্ত্রীর মুখপত্র ! কোন কোন ক্ষেত্রে সরকারের কাজ খারাপ, জানিয়ে জল্পনা বাড়ালেন রাজ্যপাল !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
একদিন আগেই মুখ্যমন্ত্রী তাঁকে বিজেপির মুখপত্র বলে সমালোচনা করেছিলেন। বর্ধমান থেকে তাঁরই জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন ঘূর্ণিঝড় পরিস্থিতির মোকাবিলা করা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছিলেন তিনি। সেই জন্য কি কেউ তাঁকে মুখ্যমন্ত্রীর মুখপত্র বলেছেন, প্রশ্ন করেছেন রাজ্যপাল।
রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তা পরিস্থিতি খারাপ। এই খারাপ বলার জন্য কাউকে কারও মুখপত্র হতে হয় না। বলেছেন তিনি। বলেছেন, রাজ্যে জাতীয় সড়কগুলির অবস্থা ভাল কিন্তু রাজ্য সড়কের অবস্থা খারাপ। এপ্রসঙ্গে তাঁর ফরাক্কা যাত্রার কথা উল্লেখ করেছেন রাজ্যপাল।
রাজ্যপাল বলেছেন, যখন তিনি সাইক্লোন বুলবুলের মোকাবিলায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন, তখন কেউ তাঁকে( জগদীপ ধনকড়) মুখ্যমন্ত্রীর মুখপত্র বলেননি।
রাজ্যপাল সাফ জানিয়েছেন, তিনি সংবিধান মেনে কাজ করছেন। সেই জন্য সাধারণ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন তা নিয়ে মন্তব্য করবেন না।
রাজ্যপাল বলেছেন. রাজ্যে তাঁর ১০০ দিন কাজের মধ্যে কোনও
মন্ত্রী চিঠি লেখেননি, কোন কাজটা তিনি ভুল করছেন, তা জানিয়ে। যদি কেউ লিখতেন, তাহলে তার উত্তর তিনি দিতেন বলেও জানিয়েছেন।
বৃহস্পতিবার আগে নাম না করে রাজ্যপালকে বিজেপি মুখপত্র বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির মুখপত্র হিসেবে কারও কারও মুখে কথা শোনা যাচ্ছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যপালের পদক্ষেপের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন, সংবিধান মেনে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকা উচিত। কেউ কেউ সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েই নির্বাচিত।









কোন মন্তব্য নেই