Header Ads

শোভনের তৃণমূলে ফেরার পথে কাঁটা কারা জানালেন বৈশাখী !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের পথের কাঁটা রত্না চট্টোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার বিকাশভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বৈশাখী। সেখানেই তিনি
রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানা গিয়েছে। যদিও এব্যাপারে সংবাদ মাধ্যমে তাঁদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এদিন বৈঠকের পর বৈশাখী সাংবাদিকদের জানান, নিজের কলেজের ব্যাপারে কিছু সমস্যা রয়েছে। সেই জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ। বলেছেন বৈশাখী। তবে রাজনীতি নিয়ে কথা হয়নি বলেই বৈশাখী দাবি করেছেন বলে জানা গিয়েছে।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরে জানিয়েছেন, শোভনদা কী করবেন, তা উনার ব্যক্তিগত ব্যাপার। একইসঙ্গে তিনি বলেন, উনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। একটি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তবে কী হবে, তা ভবিষ্যত বলবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, ভাইফোঁটার দিন শোভন চট্টোপাধ্যায়ের মোবাইল থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ ম্যাসেজেই তৃণমূলে ফেরায় বাধা তৈরি হয়েছে। রত্না চট্টোপাধ্যায়কে পাঠানো সেই ম্যাসেজে শোভন নাকি বলেছিলেন, সত্যের জয় হল। এবার মিউচুয়াল ডিভোর্স দাও। সেই ম্যাসেজে আরও লেখা ছিল বৈশাখীর সম্মানের জন্য লড়ে জিতলাম।
পরের দিনই রত্না চট্টোপাধ্যায় চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সব ম্যাসেজ দেখিয়েছিলেন তৃণমূল নেত্রীকে। সূত্রের খবর অনুযায়ী, সেই ম্যাসেজ দেখে ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে জানতে চেয়েছিলেন, কেন এইসব ম্যাসেজ পাঠানো হয়েছে। উত্তরে শোভন জানিয়েছিলেন, তিনি এইসব ম্যাসেজ পাঠাননি।
বিজেপিতে তাঁরা একেবারেই ভাল অবস্থায় নেই। তাঁর মতো সামান্য শিক্ষিত মানুষের থাকার প্রয়োজন নেই বিজেপিতে। দলে থাকা বা না থাকা সমান। সূত্রের খবর অনুযায়ী, বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই মন্তব্য করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কবে তৃণমূলে ফিরছেন শোভন ও বৈশাখী।
বৈশাখী বলেছেন, শোভনবাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন। উনি চেয়েছিলেন তিনি(বৈশাখী) সক্রিয়ভাবে রাজনীতিতে থাকুন। তাই তিনিও বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার পর নানা ভাবে অপমান করা হয়েছে। বৈশাখী জানিয়েছেন, অনেকদিন আগেই তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.