Header Ads

'সুধাকন্ঠ দিবস' উপলক্ষে বিভিন্ন কার্যসূচি বিহাড়া ও চন্দ্রনাথপুরে

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : শ্রদ্ধার সাথে ডঃ ভূপেন হাজারিকার মৃত্যুদিনটিকে 'সুধাকন্ঠ দিবস' হিসেবে পালন করলো চন্দ্রনাথপুর এম ই স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ে সুধাকন্ঠের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ সহ ডঃ ভূপেন হাজারিকার জীবন ও কর্মকাণ্ডের উপর বক্তব্য প্রদান ইত্যাদির মাধ্যমে দিনটি স্মরণ করেন চন্দ্রনাথপুর এম ই স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। পরিবেশিত হয় সুধাকন্ঠ রচিত বিভিন্ন সাম্যের গান। 
এদিনই আবার বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 'সপ্তধারা' আয়োজিত অনুষ্টানে অংশ নেয় চন্দ্রনাথপুর এম ই স্কুলের সাংস্কৃতিক দলের ছাত্রছাত্রীরা। সেখানে তারা প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়ে একটি পথনাটিকা প্রদর্শন করে। এছাড়াও 'বেটি বাঁচাও বেটি পড়াও' শীর্ষক একটি স্কিট উপস্থাপন করে সবার দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্টানে উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের অধ্যক্ষা মণিদীপা সিকদার, বিজ্ঞান শিক্ষক নিরুপন নাথ, চন্দ্রনাথপুর এম ই স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্ত সহ অন্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.