Header Ads

অযোধ্যা মামলায় সুপ্ৰিম কোৰ্টের রায়ে অসন্তুষ্টি প্ৰকাশ সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি-র

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  অযোধ্যা মামলায় সুপ্ৰিম কোৰ্টের রায়ে শনিবার অসন্তুষ্টি প্ৰকাশ করলেন এআইএমআইএম প্ৰেসিডেন্ট তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন- সুপ্ৰিম কোৰ্ট সুপ্ৰিম, কিন্তু ইনফ্যালেবল নয়। যারা ৬ ডিসেম্বর ১৯৯২ বাবরি মসজিদ শহিদ করেছে আজ তাদেরই সুপ্ৰিম কোৰ্ট ট্ৰাস্ট বানিয়ে মন্দির তৈরি করার রায় দিয়েছে। যদি ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শহিদ না হতো তবে শীৰ্ষ আদালত কী সিদ্ধান্ত নিত? আদালতের কাছে প্ৰশ্ন তোলেন তিনি।  

ছবি, সৌঃ এএনআই
প্ৰসঙ্গক্ৰমে তিনি এও বলেন- আমাদের সংবিধানের ওপর ভরসা আছে। সুপ্ৰিম কোৰ্ট মুসলমানদের ৫ একর জমি দান করার সিদ্ধান্ত নিয়েছে। মুসলমানদের দানের প্ৰয়োজন নেই। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে লড়াই করছিলাম।  আমাদের কারও কাছ থেকে ভিক্ষে নেওয়ার প্ৰয়োজন নেই। অল ইন্ডিয়া মুসলিম পাৰ্সোনাল ল বোৰ্ড (এআইএমপিএলবি) শীৰ্ষ আদালতের এই রায়ে সন্তুষ্ট নয়। শীৰ্ষ আদালতের মুসলিমদের জন্য ৫ একর বিকল্প জমি দানের বিষয়টিতে তিনি নিজের মতামত দিয়ে বলেন- তাঁর মতে দানের ৫ একর জমি গ্ৰহণ করা উচিত হবে না।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.