Header Ads

অযোধ্যা নিয়ে শীর্ষ আদালতের রায়কে এক্ষুনি চ্যালেঞ্জ করার কোন পরিকল্পনা তাদের নেই বলে জানাল সুন্নি ওয়াকফ বোর্ড


নয়া ঠাহর ওয়েব ডেস্ক --
 ছবি, সৌঃ এএনআই
অযোধ্যা নিয়ে শীর্ষ আদালত রায় জানানোর পর সকালে সাংবাদিক সন্মলনে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে আইনজীবী জাফর ইয়াব জিলানি বলেছিলেন, এই রায় নিয়ে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সুযোগ রয়েছে । পরিস্থিতির দাবি হল , আমরা যেন রিভিউ পিটিশন দাখিল করি।

বিকেলে উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে জানানো হয়েছে, কোনও রিভিউ পিটিশন দাখিল বা শীর্ষ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করার কোনও পরিকল্পনা এক্ষুনি ওয়াকফ বোর্ডের নেই । সুন্নি ওয়াকফ বোর্ডের সভাপতি জাফর আহমেদ ফারুকি সাফ বলেছেন, যদি কোন আইনজীবী বা অন্য কেউ রিভিউ পিটিশনের কথা বলে থাকেন তাহলে সেটা তাঁর একান্ত বিষয়। ওয়াকফ বোর্ড এবিষয়ে কোন আলোচনা করেনি ।

জাফর আহমেদ ফারুকি আরো বলেন , দীর্ঘ রায় এটা  । শীর্ষ আদালতের রায়কে  সন্মান জানাচ্ছি আমরা । ভালো করে রায়টি পরে তারপর বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে এই ইস্যুতে কী করা হবে তা জানানো হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.