Header Ads

ক্যাব, এনআরসি বিধানসভাকে উত্তপ্ত করে তুলবে,পূর্বাভাস সেরকমই

অমল গুপ্ত, গুয়াহাটিঃ
 
 অসম বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামিকাল ২৮ নভেম্বর থেকে। আগামী ১১, ১২ ডিসেম্বর লোকসভায় বিতৰ্কিত ক্যাব বিলটি  উত্থাপিত হতে পারে। রাজ্যে ক্যাব বিরোধী আন্দোলন চলছে। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিসদ বুধবার তীব্র আন্দোলনে সামিল হয়েছিল।
 ছবি, সৌঃ ইন্টারনেট

 আগামীকাল থেকে ৬ ডিসেম্বর পৰ্যন্ত শীতকালীন অধিবেশনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও গরম হয়ে উঠবে, আগাম পূর্বাভাস সেই কথা বলছে। বিজেপি ক্যাব সমর্থক, শরিক দল অগপ কিন্তু দলের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত প্রথম থেকে ক্যাব-এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। বিধানসভাতে কি ভূমিকা গ্রহণ করবেন তা হবে লক্ষণীয়। কংগ্রেস এবং এআইইউডিএফ ঘোরতর ক্যাব বিরোধী স্থিতি গ্রহণ করে বিধানসভাকে উত্তপ্ত করে তুলবে, তা নিয়ে সন্দেহ নেই। আগামিকাল উপ নির্বাচনে জয়ী চার কেন্দ্র রাতাবাড়ি, সোনারী, জনিয়া এবং রাঙ্গাবাড়ির সদস্যদের বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী। আজ বিধান সভার প্রধান সচিব এমকে ডেকা জানান, এবার চারটি বিল নিয়ে আলোচনা হবে।   অসম কনটিজেন সি বিল, জি এস টি সংশোধনী বিল, অসম ট্যাক্সেসন বিল এবং মহিলা বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল উত্থাপন করা হবে। বিধানসভা  কে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.