Header Ads

কংগ্রেসের বহিষ্কৃতরাই প্রার্থী বিজেপির ! সুপ্রিম- রায়ের সুযোগ নিয়েই জিততে চান ইয়েদ্দি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

আর প্রার্থী পেল না বিজেপি। কংগ্রেস ও জেডিএসের বরখাস্ত হওয়া ১৭ জন বিধায়কের ১৩ জনকেই কর্ণাটক বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল গেরুয়া শিবির। সুপ্রিম কোর্টের রায়ের পর সুযোগ কাজে লাগিয়ে কর্ণাটকে ক্ষমতা পাকাপোক্ত করতে শুরু করে দিল তারা। উল্লেখ্য, এই ১৭ জন বিধায়ক পদচ্যুত হওয়ার পর পতন ঘটেছিল কুমারস্বামী সরকারের।

সুপ্রিম কোর্ট জানায়, বিধায়ক পদ বাতিল হলেও ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কর্ণাটকের দলত্যাগী ১৭ বিধায়ক। এই রায়ের পরই বিজেপি উঠে পড়ে লাগে তাদের দলে নিতে। বৃহস্পতিবার তাদের যোগদান করানো হয় বিজেপিতে। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, তাঁদের দলে যোগদান করান।
এরপর বিজেপির তরফে তাদের টিকিট দেওয়ার ব্যবস্থাও করা হয়। ১৩ জন বহিষ্কৃত বিধায়ককে প্রার্থী করে এবার কর্ণাটক উপনির্বাচনে লড়তে চলেছে বিজেপি। অর্থাৎ তাদের দলের প্রার্থীরা যারা পূর্ববর্তী নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তাঁরা কেউ টিকিট পাননি। কংগ্রের ও জেডিএসের টিকিটে যাঁরা জিতেছিলেন তাঁরাই প্রার্থী হলেন বিজেপির টিকিটে।
আগামী ৫ ডিসেম্বর ভোট। সেই ভোটের ফলেই স্পষ্ট হয়ে যাবে বিজেপির সিদ্ধান্ত কতটা সঠিক। মানুষ ওই বহিষ্কৃত, দলত্যাগীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন, নাকি কংগ্রেস বিজেপিকে দল ভাঙানোর যোগ্য জবাব ফিরিয়ে দেবে, সেটাই বোঝা যাবে নির্বাচনী ফলাফল প্রকাশের পর।
এই নির্বাচনের ফলের উপর অনেকটাই নির্ভর করছে কর্ণাটকের ইয়েদুরাপ্পা সরকার। এর আগে কুমারস্বামী সরকারকে ভাঙতে বিজেপি যে পদক্ষেপ নিয়েছিল, সেই একই পন্থা প্রয়োগ করেই এবার নির্বাচনে জিততে চাইছেন ইয়েদুরাপ্পা। সেই মতো কংগ্রেসীদের ভাঙিয়ে ফের জিতিয়ে আসতে চাইছেন বিজেপির মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.