Header Ads

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালিন অধিবেশন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালিন অধিবেশন। রবিবার সৰ্বদলীয় বৈঠক ডেকেছিলেন সংসদ বিষয়ক মন্ত্ৰী প্ৰহ্লাদ জোশী। সেখানে ৩৭টি দলের প্ৰতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কাশ্মীর সমস্যা, অৰ্থনৈতিক পরিস্থিতি, মহারাষ্ট্ৰে সরকার গঠনে জটিলতার প্ৰসঙ্গ উত্থাপিত হয়। এছাড়াও অধিবেশনে অযোধ্যা বিল পেশ হবে, সংসদে উঠবে নাগরিকত্ব বিল, রাফালে জেপিসির দাবিতে কাল থেকেই সরব হবে কংগ্ৰেস। 


গত বাজেট অধিবেশনে সরকার মোট ২৮টি বিল পেশ করে।  এ বারও মোট ২৭টি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি ‘বৈষম্যমূলক’ এই অভিযোগে তা সাংসদে পেশ করতে দেয়নি বিরোধীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.