এনআরসি সমন্বয়ক পদে হিতেশ দেব শর্মা বসলে এনআরসি তালিকা নিরপেক্ষ হবে না বলে অভিযোগ সাংসদ আব্দুল খালেকের
অমল গুপ্ত, গুয়াহাটি
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আগামী ১৭ নভেম্বর অবসরগ্রহন করবেন,তাঁর তত্ত্বাবধানে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এনআরসি- র সমন্বয়ক প্রতীক হাজেলা এই কাজে প্রধান ভূমিকা গ্রহণ করেন।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সুপ্রিমকোর্টের নির্দেশে হাজেলা তিন বছরের ডেপুটেশনে নিজ রাজ্য মধ্যপ্রদেশ চলে যান গতকালই। অসম সরকার গত ৮ নভেম্বর এসিএস অফিসার হিতেশ দেবশর্মাকে এনআরসি সমন্বয়ক পদে বসানোর জন্যে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দেব শর্মার অসম চুক্তি বিরোধী স্থিতি, এবং আসুর বিরুদ্ধে নানা মতামত জানার পর পিছিয়ে আসেন,আপাতত হিতেশ দেব শর্মার নতুন পদে যোগ দেওয়াকে কেন্দ্র করে সরকার বিপাকে পড়েছে। আগামী ২৬ নভেম্বর প্রধান বিচারপতি ও সমন্বয়ক হাজেলার অনুপস্থিতিতে এনআরসি নিয়ে শুনানির দিন ধাৰ্য্য করা হয়েছে।
এই অবস্থায় এনআরসি থেকে নাম ছুটদের নিয়ে সুপ্রিমকোর্ট কি স্থিতি গ্রহণ করবে। আজ দিসপুর প্রেসক্লাবে কংগ্রেস সাংসদ আব্দুল খালেক এক সাংবাদিক সম্মেলনে হিতেশ দেব শর্মার নিয়োগের তীব্র বিরোধিতা করেন। অভিযোগ করেন, তাকে এনআরসি সমন্বয়ক পদে নিয়োগ করা হলে শুদ্ধ, নিখুঁত, নিরপেক্ষ তালিকা প্রকাশ পাবে না। ভুলভ্রান্তি হয়েছে, বহু ভারতীয় নাগরিকের নাম বাদ পরছে,তা সত্বেও এনআরসি এক ঐতিহাসিক দলিল,সাংবিধানিক বৈধতা আছে।
হিতেশ দেব শর্মাকে বসিয়ে এনআরসিকে অমর্যাদা হতে দেওয়া যায় না। তিনি যে ধরণের ফেসবুক আপডেট দিয়েছেন, তারপর তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংসদ খালেক বলেন, একই কথা মুখ্যমন্ত্রীকে এক চিঠি দিয়ে জানিয়েছি।
কোন মন্তব্য নেই