প্রাক্তন জার্মান রাষ্ট্রপতির ছেলে বার্লিনে ছুরিকাঘাতে নিহত
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 21 নভেম্বর
বার্লিনের একটি হাসপাতালে ভাষণ দেওয়ার সময় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হলেন জার্মানির প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকার (৫৯)। ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ফ্রিটজ ফন ভাইৎসেকার।
আততায়ীকে থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরো এক ব্যক্তি । হামলাকারীকে আটক করা হয়েছে ।
১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল অবধি জার্মানির রাষ্ট্রপতি ছিলেন রিশার্ড ফন ভাইৎসেকার।
বার্লিনের একটি হাসপাতালে ভাষণ দেওয়ার সময় আততায়ীর ছুরিকাঘাতে নিহত হলেন জার্মানির প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রিশার্ড ফন ভাইৎসেকারের ছেলে ফ্রিটজ ফন ভাইৎসেকার (৫৯)। ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন ফ্রিটজ ফন ভাইৎসেকার।
আততায়ীকে থামাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আরো এক ব্যক্তি । হামলাকারীকে আটক করা হয়েছে ।
১৯৮৪ সাল থেকে ১৯৯৪ সাল অবধি জার্মানির রাষ্ট্রপতি ছিলেন রিশার্ড ফন ভাইৎসেকার।








কোন মন্তব্য নেই