Header Ads

তৃণমূলের চিন্তা বাড়ল, পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে ' মিম'


 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়িয়ে রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে হায়দরাবাদের নিজাম প্রতিষ্ঠিত দল মজলিশ - ই - মুত্তেহাদিন মুসলিমিন ( মিম)।


মিমের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছিলেন, মানবসম্পদ উন্নয়নের মাপকাঠিতে বাংলার মুসলমানদের অবস্থা সবচেয়ে খারাপ । এর আগে নাম না করে মিমের সমালোচনা করেছিলেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।


এবারে মিমের সর্বভারতীয় মুখপাত্র সৈয়দ আসীম ওয়াকার বলেছেন , তারাই একমাত্র দল যারা মুসলিমদের সত্যিকারের অধিকার দেওয়ার জন্য লড়াই  করছেন । ওয়াকার আরো বলেন , পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামেই তাদের অস্তিত্ব রয়েছে । তারা ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রথমবারের মতো লড়বেন এবং প্রতিটি আসনেই লড়ার চিন্তাভাবনা রয়েছে তাদের ।




ওয়াইসি দল ক্রমশই চিন্তার ভাঁজ ফেলছে পশ্চিমবঙ্গের শাসকদলের জন্য । মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নাম না করে মিমের সমালোচনা করেছিলেন । পর্যবক্ষেক মহলের মতে মমতার সমালোচনার জেরে স্পষ্ট হয়েছে মিমকে গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.