মেদিনীপুরে খালে ধরা পড়ল ডলফিন, চাঞ্চল্য এলাকায় !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
দলছুট হয়ে ও পথ হারিয়ে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকায় মাধাখালির কাছে উদাবাদাল খালে চলে আসে একটি ডলফিন । শুক্রবার সকালে সেটা দেখে ডলফিন দেখার জন্য আশেপাশে এলাকার লোকজন চলে আসে ।
সমুদ্রের থেকে অনেক টা দূরে এই খালে কি করে ডলফিন টি চলে এল তা বুঝতে পারছে না বন বিভাগের কর্মী আধিকারিকরা । তারা মনে করছেন যে এই ডলফিন টি কোনও কারণে দলছুট হয়েছে ও রাস্তা ভুলে নদী খাল উজিয়ে এই খালে চলে আসে ।
বন বিভাগের বাজকুল রেঞ্জ আধিকারিক বাণীব্রত সামন্ত জানিয়েছেন যে তারা পাহারা দিচ্ছেন যাতে কোনো ভাবে এই ডলফিনটির কোনও ক্ষতি না হয়। তার সাথে চেষ্টা করা হচ্ছে এটিকে রসুলপুর নদীতে নিয়ে যাওয়ার, যাতে সেটা হলদি বা হুগলি নদী তে গিয়ে পৌঁছাতে পারে ।
কোন মন্তব্য নেই