Header Ads

অযোধ্যায় রাম মন্দির নিৰ্মাণের জন্য ৫ লক্ষ টাকা দান করবে অসমের ২১টি দেশীয় মুসলিম সংগঠন

নয়া ঠাহর, গুয়াহাটিঃ অযোধ্যা মামলা নিয়ে শনিবার সুপ্ৰিম কোৰ্ট ঐতিহাসিক রায় দান করে। শীৰ্ষ আদালতের রায়কে সম্মান জানিয়ে অসমের ২১ টি দেশীয় মুসলিম সংগঠন জানিয়েছে, অযোধ্যার জমিতে রাম মন্দির নিৰ্মাণে তারা ৫ লক্ষ টাকা দান করবে। পরিষদের মুখ্য আহ্বায়ক এবং অসম সংখ্যালঘু উন্নয়ন বোৰ্ড-এর চেয়ারম্যান মমিনুল আল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন- ‘‘শীৰ্ষ আদালত ঐতিহাসিক রায় দিয়ে রাম মন্দির নিৰ্মাণের ক্ষেত্ৰে সব বাধা দূর করে দিয়েছে। আমরা আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। অসমে দেশীয় মুসলিম সম্প্ৰদায়ের ২১ টি সংগঠন রয়েছে। এবং এগুলোর সমন্বয় ফোরাম হচ্ছে জনগোষ্টীয় সমন্বয় পরিষদ। এরা সকলেই রাম মন্দির নিৰ্মাণের জন্য ট্ৰাস্টকে ৫ লক্ষ টাকা দান করবে ।’’ 
ছবি, সৌঃ জিপ্লাস

রাজনৈতিক দল এআইইউডিএফ (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰেটিক ফ্ৰন্ট) সুপ্ৰিম কোৰ্টের রায়কে সম্মান জানিয়েছে এবং দলের তরফ থেকে রাজ্যবাসীকে শান্তি এবং একতা বজায় রাখার আৰ্জি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.