মমতার 'পরিবর্তনে'র প্রশংসা ! খুশি কংগ্রেস দলনেতা অধীর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
রাজ্য প্রশাসনের আমন্ত্রণ পেয়ে খুশি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তবে যে সে আমন্ত্রণ নয়, বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। জেলাশাসকের তরফ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিন্দুকরা বলেন, এইসব বৈঠকে কারা উপস্থিত থাকেন, তা সাধারণত ঠিক করে দেন মুখ্যমন্ত্রীই। অধীর চৌধুরী জানিয়েছেন, সংসদের অধিবেশন থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। তবে ভবিষ্যতে আমন্ত্রণ জানানো হলে, তিনি যাবেন।
রাজ্য প্রশাসনের আমন্ত্রণ পেয়ে খুশি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তবে যে সে আমন্ত্রণ নয়, বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। জেলাশাসকের তরফ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিন্দুকরা বলেন, এইসব বৈঠকে কারা উপস্থিত থাকেন, তা সাধারণত ঠিক করে দেন মুখ্যমন্ত্রীই। অধীর চৌধুরী জানিয়েছেন, সংসদের অধিবেশন থাকায় তিনি উপস্থিত থাকতে পারবেন না। তবে ভবিষ্যতে আমন্ত্রণ জানানো হলে, তিনি যাবেন।
বুধবার দুপুরে বহরমপুরের রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জেলা ও রাজ্যের প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন জেলার জনপ্রতিনিধিরা। জেলায় জেলায় এই ধরনের বৈঠকে বিরোধীদলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ এর আগে উঠেছে বারবার। আবার আমন্ত্রণ পাওয়ার পরেও বিরোধী জনপ্রতিনিধিরা বৈঠকে উপস্থিত থাকেন না বলেও অভিযোগ ওঠে।
বুধবারের বৈঠকে জেলা সাংসদ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল অধীর চৌধুরীকে। মুর্শিদাবাদের জেলাশাসক এই আমন্ত্রণ জানিয়েছিলেন।
সংসদে শীতকালীন অধিবেশন চলার কারণে বুধবারের প্রশাসনিক বৈঠকে হাজির থাকতে পারেননি অধীর। তিনি নিজেই জানিয়েছেন, আমন্ত্রণ থাকলেও রক্ষা করার উপায় ছিল না। তিনি যে বৈঠকে থাকতে পারবেন না, তার কারণ জানিয়ে চিঠিও দিয়েছিলেন জেলা শাসককে।
সংবাদ মাধ্যমকে অধীর জানিয়েছেন, প্রশাসনিক বৈঠকে ডাক পাওয়ায় খুশি তিনি। এই বৈঠকে যেতে না পারলেও, আগামী দিনে ডাক পেলে তিনি নিশ্চয়ই যাবেন। তিনি বলেন, যতই রাজনৈতিক দূরত্ব থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনও সমস্যা থাকলে তাঁকে বলবেন বলে জানিয়েছেন অধীর।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি অধীর। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর এই পরিবর্তন দেখে ভাল লাগছে। অধীর জানিয়েছেন, অতীতে অনেক বিষয়ে আলোচনা করতে চেয়েছেন, কিন্তু সেই সময় সাড়া পাওয়া যায়নি। তবে এই ডাক পেয়ে তাঁর ভাল লাগছে বলে জানিয়েছেন।









কোন মন্তব্য নেই