তৃণমূল করতে গিয়ে করেছেন পাপ! রাজ্যে মানুষের থেকে কুকুর দামি, উদাহরণ দিয়ে সভা তাতালেন শঙ্কু !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
এরাজ্যে মানুষের থেকে কুকুর দাবি। করিমপুরে দলের নেতা জয়প্রকাশ মজুমদারের সমর্থনের সভা করতে গিয়ে এমনটাই মন্তব্য করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তাঁর মন্তব্যের সমর্থনে একাধিক উদাহরণ দেওয়ার পাশাপাশি শঙ্কু বলেন, প্রায়াশ্চিত্ত করতেই বিজেপিতে আসা।
প্রচারে গিয়ে শঙ্কু বলেন, আমরা এমন একটা রাজ্যে বসবাস করি, যে রাজ্য সরকার মানুষকে গুরুত্ব দেয় না। মানুষকে ভাল জায়গায় পৌঁছতে সরকার ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। শঙ্কু বলেন, তাঁর কথায় পশু প্রেমীরা রেগে যাবেন না, তাঁকে যেন তাঁর মন্তব্যের জন্য ক্ষমা করে দেওয়া হয়। কেননা রাজ্যে মানুষের গুরুত্ব কমছে, আর কুকুরে গুরুত্ব বাড়ছে।
ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের দাবি তুলে ধরেন শঙ্কু। রাজ্য সরকারি কর্মীরা ডিএ-র দাবি করলে, মুখ্যমন্ত্রীর উত্তর ছিল, কুকুরের মতো ঘেউ কেউ করবেন না। বলেন শঙ্কুদেব পণ্ডা।
নির্বাচনী সভায় শঙ্কু বলেন, রাজ্যের এক বিশিষ্ট তৃণমূল নেতা নির্মল মাঝি পিজি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টা করেছিলেন। যেখানে মানুষের চিকিৎসা হয়, সেখানে কুকুরের চিকিৎসা কীভাবে সম্ভব প্রশ্ন তোলেন শঙ্কু।
শঙ্কুদেব পণ্ডা ছাড় দেননি যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকেও। প্রসঙ্গত মিমি চক্রবর্তী সংসদে বলেছিলেন, কুকুরের জন্য আইন আনতে হবে। তিনি সাধারণ মানুষের জন্য সংসদে কী বলেছেন, প্রশ্ন তুলেছেন শঙ্কু। রাজ্যের সাংসদ থেকে বিধায়ক, মুখ্যমন্ত্রী সবাই মিলে রাজ্যের মানুষকে কুকুরের থেকে অধম জায়গায় পৌঁছে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
শঙ্কুকে বলতে শোনা যায়, প্রায়াশ্চিত্ত করতেই বিজেপিতে যোগ দিয়েছেন। তৃণমূল করতে গিয়ে করেছেন পাপ। বলেছেন শঙ্কু। সেই পাপের প্রায়াশ্চিত্ত করতেই সুযোগ দেওয়ার আবেদন করেছেন তিনি।









কোন মন্তব্য নেই