Header Ads

দুস্থদের শাড়ি, সার্ট, জাম, সালোয়ার কামিজ দিল বিভিসিএল ও লায়ন্স ক্লাব

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : পূজার আনন্দে আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের সামিল করতে এগিয়ে এল বিভিসিএল ও লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার। তিনশো জন দুস্থের হাতে শাড়ি সার্ট জামা সালোয়ার কামিজ তুলে দেয় তারা। বুধবার সকাল দশটা থেকেই স্থানীয় এক বিবাহ ভবনে বদরপুরের চার ওয়ার্ড থেকে ভিড় জমান পুরুষ মহিলা বাচ্চা সহ দুস্থরা। 
দুই নম্বর ওয়ার্ডের কমিশনার সীতাংশু রায়ের উদ্যাগে বরাক ভ্যালি সিমেন্টের আর্থিক সহায়তায় ও লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় বস্ত্র বিতরন অনুষ্ঠান আয়োজিত হয়। বিভিসিএল এদিনের অনুষ্ঠান আয়োজনের পুরো দায়িত্ব কমিশনার সিতাংশু রায়ের হাতে দিয়েছিল। তিনি নিজে দুই নম্বর ওয়ার্ড কমিশনার হলেও যে ভাবে দুস্থ হিতাধিকারী বাছাইয়ে প্রতিটি ওয়ার্ডকে  সমান প্রাধান্য দিয়েছেন তাতে উপস্থিত প্রত্যেকে অকুন্ঠ প্রশংসায় ভাসিয়ে দেন। 
স্থানীয় ঘোষ বেকারির সত্ত্বাধিকারী অনুপম ঘোষ একই অনুষ্ঠানে দুস্থদের জন্য বেশ কিছু কাপড় দেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী শিশু পূজা মালাকারের হাতে পুজোর কাপড় তুলে দেন বরাক ভ্যালি সিমেন্টের সিই মুকেশ আগরওয়াল।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে  সিই মুকেশ আগরওয়াল, সিতাংশু রায়, প্রাক্তন চেয়ারম্যান বাবলি দাস সহ বিভিসিএল-র বিমল শর্মা এস কে পি ডালমিয়া পবন তুলসিয়ান ভওয়র লাল মিল সতিশ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইনজীবী আজাদ ইকবাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.